নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ-১৯-০৩-২৫ (আপডেট নিউজ)

নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ-১৯-০৩-২৫ (আপডেট নিউজ)

KURINEWSBD
By -
0

  আপডেট নিউজ-১৯-০৩-২৫


নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫)  রংপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার(১৯ মার্চ) সন্ধা সাড়ে সাতটার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার  বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ একাধিক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ডিবি পুলিশের ওসি মোঃ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কুড়িগ্রাম নিয়ে আসা হয়েছে। এবং কুড়িগ্রাম সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। 

Post a Comment

0Comments

Post a Comment (0)
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();