কুড়িগ্রামে স্বামীর বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ-২৪.০৩.২৫

কুড়িগ্রামে স্বামীর বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ-২৪.০৩.২৫

KURINEWSBD
By -
0

 আপডেট -২৪-০৩-২৫

                                      কুড়িগ্রামে স্বামীর বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ 


কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় স্মৃতি রাণী (৩৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। 

স্থানীয়রা জানান, নিহত স্বৃতির স্বামী ঢাকায় কাজে গেছেন। তিন সন্তান নিয়ে সে বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে আরাজি কদম তোলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();