আপডেট -২১-০৩-২৫
নিজস্ব ছবি
কুড়িগ্রামের সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙ্গে প্রায় ২২ ঘন্টা বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙ্গে প্রায় ২২ ঘন্টা বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত থেকে ব্রিজের দুইপাড়ে আটকা পড়েছে প্রায় ২ শতাধিক পাথর ও কয়লা বোঝায় বিভিন্ন পণ্যবাহী যানবাহন। বিকল্প পথ না থাকায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলচলকারীরা।
এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভিাগ।
স্থানীয় ও মালবাহী চালকরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেইলী সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে গেলে এ দূর্ভোগ সৃষ্টি হয়। তবে পথচারী, মটরসাইকেল, অটোরিক্সা চলাচল করলেও দুই পাশে যানযট থাকায় ভোগান্তিতে পড়েন সবাই।
ট্রাক চালক মান্নান মিয়া বলেন, শুক্রবার সকাল থেকে জেমে আটকে আছি। ব্রিজের ক্ষতি হওয়ার কারণে যানচলাচল বন্ধ রয়েছে। কখন যে ব্রিজ ঠিক হবে বলা যাচ্ছে না।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌসলী নজরুল ইসলাম জানান, দ্রত সংস্কারের চেষ্টা চলছে।
Post a Comment
0Comments