কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ-১১-০৩-২৫

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ-১১-০৩-২৫

KURINEWSBD
By -
0

 

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ


কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তবে কৌশলে পালিয়ে গেছে চালক।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ আগে মঙ্গলবার ভোরে  উপজেলার  শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটিকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক দ্রুতগতিতে চালিয়ে কিছুদুর গিয়ে রাস্তার ধারে পিকআপ রাখিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


Post a Comment

0Comments

Post a Comment (0)
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();