বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শীতলক্ষ্যায় ডুবে কিশোরের মৃত্যু

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শীতলক্ষ্যায় ডুবে কিশোরের মৃত্যু

KURINEWSBD
By -
1 minute read
0


প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০১:৫৪ এএম

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শীতলক্ষ্যায় ডুবে কিশোরের মৃত্যু

নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আসাদ (১৭) নামে আরেক কিশোর।

শুক্রবার বিকালে পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। মৃত মিহাদ মিরপুর-১১ নম্বরের পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকালে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ ৪ বন্ধু মিলে নরসিংদীর পলাশে ঘুরতে আসেন। এ সময় তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ কিশোর আসাদের সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাঁতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। ১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান করা হবে।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিল। সাঁতার না জানায় এমন মৃত্যুর ঘটনা ঘটে।

Post a Comment

0Comments

Post a Comment (0)
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();